g ট্রেনের টিকিট নিয়ে যাত্রীর সঙ্গে সৌরভের ঝগড়া! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২৩শে জুলাই, ২০১৭ ইং ৮ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ট্রেনের টিকিট নিয়ে যাত্রীর সঙ্গে সৌরভের ঝগড়া!

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৯, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : প্রায় ১৬ বছর পর ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলীর ট্রেন যাত্রা।

কিন্তু সেই যাত্রাটা খুব সুখকর হলো না পশ্চিমবঙ্গের সাবেক এ ক্রিকেটারের।

শুরুতেই ট্রেনের টিকেট নিয়ে আরেক যাত্রীর সঙ্গে বচসা করেন তিনি। ভুলটা অবশ্য তারই। শেষ পর্যন্ত রেল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ঘটনাটা গত শুক্রবারের। শনিবার বালুরঘাটে নিজের মূর্তি উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

তাই শুক্রবার পদাতিক এক্সপ্রেসে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সময় মতো শিয়ালদহ স্টেশনে পৌঁছে ভক্তদের ভিড় সামলে উঠে বসেন প্রথম শ্রেণির এসি কামরায়। কিন্তু যে কামরায় তার আসন সংরক্ষিত ছিল, ভুল করে অন্য কামরায় ওঠেন তিনি।

কামরায় উঠে দেখেন ওই আসনে বসে রয়েছেন অন্য এক ব্যক্তি। আসন নম্বর মিলে যাওয়ায় সৌরভ তাকে উঠে যেতে বললেও ওই যাত্রী তা মানতে রাজি হননি।

শুরু হয় তর্কাতর্কি। জমতে থাকে উৎসুক যাত্রীদের ভিড়। ঘটনা সামাল দিতে ছুটে আসেন রেলপুলিশের কর্মীরা। আসেন টিকিট পরীক্ষকও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারাই ভুল ধরিয়ে সৌরভকে পাশের কামরায় নিয়ে যান। এর পর মালদহে নেমে গাড়িতে করে বালুরঘাটে পৌঁছেন সৌরভ।

এর আগে ২০০১ সালে ট্রেনে সফর করেছিলেন তিনি। তখন অবশ্য তিনি জাতীয় দলের অধিনায়ক।

এবারের ট্রেন সফরের সহযাত্রীর সঙ্গে ঝামেলা নিয়ে কোনো মন্তব্য করেননি সৌরভ।