g শত্রুর সঙ্গে পাল্লা দিয়ে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ইরানের | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ২৪শে জুলাই, ২০১৭ ইং ৯ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

শত্রুর সঙ্গে পাল্লা দিয়ে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ইরানের

AmaderBrahmanbaria.COM
জুলাই ২৩, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক :শত্রুর সঙ্গে পাল্লা দিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সালামি। এসময় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

ইরানের হরমুজগান প্রদেশের বন্দর আব্বাসে আইআরজিসির নৌবাহিনীর কর্মকর্তাদের সমাবেশে এই আহ্বান জানান জেনারেল সালামি। তিনি বলেন, শত্রুর হুমকি এবং ভবিষ্যত গতিবিধির সঙ্গে পাল্লা দিয়ে ইরানের নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে হবে।

এছাড়া, ইসরায়েল এবং মার্কিন নীতির পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে চলমান সহিংসতা, অপরাধ এবং বিদ্রোহ বাড়ছে বলেও জানান তিনি। তিনি বলেন, আমেরিকার অস্ত্র কারখানাগুলোর বিকাশের জন্য ওয়াশিংটন বিশ্বজুড়ে ঘৃণা এবং অস্থিতিশীলতা উসকে দিয়েছে। ফলে, কোনও প্রলোভনে না দিয়ে এগিয়ে চলার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর