g অস্ট্রেলিয়া আসবে ধরে নিয়েই বিসিবির প্রস্তুতি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ২৪শে জুলাই, ২০১৭ ইং ৯ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া আসবে ধরে নিয়েই বিসিবির প্রস্তুতি

AmaderBrahmanbaria.COM
জুলাই ২৩, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক :দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল মঙ্গলবার বাংলাদেশ সফরে আসবে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংগঠনের (এসিএ) প্রতিনিধিরা বাংলাদেশে সুযোগ-সুবিধা দেখবেন।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছিল, সফর বাতিল হতে পারে এমন একটি বার্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিয়ে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

কিন্তু কাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানালেন, ক্রিকেট অস্ট্রেলিয়া বিসিবিকে কোনো নেতিবাচক কথা বলেনি। তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ বাতিল হওয়ার মতো কোনো কথা আমাদের হয়নি। তবে আজ (কাল) তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ২৫ জুলাই তাদের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশ সফরে আসবে।’

নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দেখে গেছে। ইংল্যান্ড সিরিজের সময় তারা ঢাকায় ছিলেন। এখন যারা বাংলাদেশ সফরে আসবেন তারা শুধু সুযোগ-সুবিধাবিষয়ক ব্যাপারগুলো দেখবেন। তাদের কোনো পরামর্শ থাকলে সেটা বলবেন।’

ক্রিকেট অস্ট্রেলিয়া কোনো নেতিবাচক কথা বলুক আর নাই বলুক, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নির্ভর করছে দেশটির বোর্ডের সঙ্গে তাদের ক্রিকেটারদের ঝামেলা মেটার ওপর। তবে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের জন্য সব ধরনের প্রস্ততি নিচ্ছে। এ সম্পর্কে প্রধান নির্বাহী বলেন, ‘বিসিবি অস্ট্রেলিয়াকে আতিথ্য দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেভাবেই আমরা কাজ করছি। ক্রিকেট অস্ট্রেলিয়াও নিশ্চয় সেভাবেই এগোচ্ছে। তারা এখন যা নিয়ে ব্যস্ত আছে, এটা তাদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে কোনো কথা বলা উচিত হবে না।’

পাকিস্তান বাংলাদেশ সফরে আসছে না আবার অস্ট্রেলিয়ার সফরটাও যদি বাতিল হয়ে যায়, তাহলে বাংলাদেশ কী অন্য কারও সঙ্গে খেলার চিন্তা করবে? নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সবাই ব্যস্ত।

এ সময়ে কারা ব্যস্ত আছে, এফটিপি দেখলেই বোঝা যাবে। এ মুহূর্তে এ বিষয়ে (অস্ট্রেলিয়া না এলে) আমাদের আর কোনো মন্তব্য নেই। অন্য কোনো চিন্তা করছি না। আমরা অস্ট্রেলিয়ার জন্য অপেক্ষা করছি।’