ব্রাহ্মণবাড়িয়ার ৩ ইউপিতে আ.লীগ প্রার্থীরা বিজয়ী
---
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার তিনটি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিার (১৩জুলাই) রাত অাটটার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা প্রতীক নিয়ে ১৪ হাজার ৭৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শাহাব উদ্দিন ভূঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৪৯৫ ভোট।
নবীনগরের কাইতলা (উত্তর) ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আসলাম মৃধা নৌকা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৫২৯ ভোট ও বিএনপি মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন দুলাল ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৩৫৩ ভোট।
এছাড়া নাসিরনগরের ভলাকুট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রুবেল মিয়া ৫ হাজার ৯৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আরাফাত আলী আনারস প্রতীকে পেয়েছেন চার হাজার ৪৭৯ ভোট।