‘শুধু ভালো খেলোয়াড়ই নয়, ভালো মানুষও হতে হবে’
---
স্পোর্টস ডেস্ক : কয়দিন আগেই জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শহীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন তাঁর স্ত্রী ফারজানা আক্তার। চরম নির্যাতন করে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। শুধু এই ঘটনাই নয়, সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন বিতর্কিত ঘটনায় কলঙ্কিত হচ্ছে। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে পেসার শহীদের প্রসঙ্গ আসে। তখনই ক্ষুব্ধ হয়ে নাজমুল হাসান বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, শুধু ভালো খেলোয়াড় হলেই চলবে না, ভালো মানুষও হতে হবে। তা মেনে চলতে না পারলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে তাদের।’
ক্রিকেটারদের সতর্ক করে বিসিবি সভাপতি আরো বলেন, ‘অতীতে কিছু বিতর্কিত ঘটনায় আমরা শাস্তি দিতে মোটেও দ্বিধা করিনি। ভবিষ্যতেও সে ধারাবাহিকতা থাকবে। যে ঘটনাগুলো আমাদের নজরে এসেছে এগুলো মেনে নেওয়ার মতো নয়।’
অবশ্য খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানিয়েছেন নাজমুল হাসান, ‘সাধারণত আমাদের তত্ত্বাবধানে তারা যখন হোটেলে থাকে, তখন আমরা তাদের ব্যাপারে অনেক কঠোর থাকি। কঠিন নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়। কিন্তু তারা যখন ছুটিতে চলে যায় তখন তাদের ব্যাপারে আমরা তেমন জানতে পারি না।’
২০১৫ সালে পেসার রুবেল হোসেন নারী কেলেঙ্কারিতে জড়িয়ে প্রথম আলোচনায় আসেন। এর পর আরেক পেসার শাহাদাত হোসেন রাজীব গৃহকর্মী নির্যাতনের দায়ে জেলহাজতে পর্যন্ত যান। আর স্পিনার আরাফাত সানিকে তথ্যপ্রযুক্তি আইন ও নারী নির্যাতনের মামলায় কয়েক মাস জেলও খাটতে হয়েছে। পেসার শহীদের ব্যাপারে তেমন কিছু না হলেও তাঁর স্ত্রী বিসিবিতে অভিযোগ করেছেন। তাই এবার নড়েচড়ে বসেছে বিসিবি।