g মেঘনার অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পানিশ্বর গ্রাম | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১০ই নভেম্বর, ২০১৭ ইং ২৬শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

মেঘনার অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পানিশ্বর গ্রাম

AmaderBrahmanbaria.COM
জুলাই ১২, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক মেঘনার অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর গ্রাম। গত কয়েক বছরে ভাঙ্গনের মুখে পড়ে নদী গর্ভে বিলীন হয়েছে এখানকার বাড়ি-ঘর ও চাতালকলসহ নানা স্থাপনা। অব্যাহত ভাঙ্গনের মুখে ক্রমেই নিঃস্ব হচ্ছে পরিবারগুলো। ভাঙ্গনের মাত্রা বেশি হওয়ায় হুমকির মুখে পড়েছে পানিশ্বর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি-ঘর। জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন ভাঙ্গন কবলিত স্থানে স্থায়ী প্রতিরক্ষা মূলক ব্যবস্থা গ্রহনের কথা।মেঘনার তীর ঘেঁষে গড়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর গ্রাম । এখানে রয়েছে প্রায় অর্ধশত বছরের পুরনো ঐতিহ্যবাহী বাজার। এ বাজারে রয়েছে প্রায় ২শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, গ্রামটির লোক সংখ্যা প্রায় ২০ হাজারের মতো। প্রতি বছরই নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় ক্রমেই ছোট হয়ে আসছে গ্রামের আয়তন। ঘর-বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে প্রতিনিয়তই নিঃস্ব হচ্ছে গ্রামের বাসিন্দারা। গত কয়েকদিনের ভাঙ্গনে এখানকার ৫/৬টি অটো রাইসমিল ও ৪ টি বসত বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। চোখের সামনেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে ঋনের টাকায় গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠন। স্থানীয়রা ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। এডভোকেট জিয়াউল হক মৃধা, সংসদ সদস্য , ব্রাক্ষনবাড়িয়া-২ জানিয়েছেন গ্রামগুলোকে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষার জন্য আমি মহান সংসদে পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছি। আশুগঞ্জ থেকে পাকশিমুল পর্যন্ত বেরিবাধ দেয়া হলে মেঘনার পূর্বাঞ্চল বেঁচে যাবে।মোঃ সাইফুল্লা ,নির্বাহী প্রকৌশলী ,পানি উন্নয়ন বোর্ড, ব্রাক্ষনবাড়িয়া জানিয়েছেন ভাঙ্গন স্থানে স্থায়ী প্রতিরক্ষা মূলক ব্যবস্থার উদ্যোগ নেয়া হবে। বন্যা নিয়ন্ত্রণ বাধ নির্মানের ডিপিপি প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর