g ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ডাদেশ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৮ই অক্টোবর, ২০১৭ ইং ৩রা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ডাদেশ

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৩, ২০১৭

---

 

আন্তর্জাতিক ডেস্ক :দুর্নীতির মামলায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভাকে সাড়ে ৯ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রাজিলের একটি আদালত এই দণ্ডাদেশ দেন।

আদালতের সাজার পরও একটি আপিলের নিষ্পত্তি না হওয়ায় আপাতত কারাগারে যেতে হচ্ছে না লুলাকে।

ব্রাজিলে আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন লুলা। কিন্তু এর আগে আদালতে দোষী সাব্যস্ত হওয়া তাঁর প্রতিদ্বন্দ্বিতায় বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০০৩ সালের পয়লা জানুয়ারি থেকে ২০১১ সালের একই সময় পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। এই সময়কালে ব্রাজিলে অসমতা কমানোয় সারা বিশ্বে প্রশংসিত হন সাবেক এই শ্রমিক নেতা।

আদালতের বিচারক সার্জিও মোরে রায়ে বলেন, প্রকৌশল প্রতিষ্ঠান ওএএস এসএর কাছ থেকে ঘুষ হিসেবে ৩৭ লাখ টাকা নেন লুলা। ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেত্রোলিও ব্রাসিলিইরোর একটি কাজের ঠিকাদারি পাইয়ে দিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লুলাকে এই অর্থ দেওয়া হয়েছিল।

রায়ের পর লুলার আইনজীবীরা ইমেইলে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট নির্দোষ এবং এ বিষয়ে তাঁরা আপিল করবেন।

এ জাতীয় আরও খবর