বৃহস্পতিবার, ১৩ই জুলাই, ২০১৭ ইং ২৯শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ৩০ কূটনীতিবিদকে বহিষ্কার করছে রাশিয়া!

AmaderBrahmanbaria.COM
জুলাই ১২, ২০১৭

---

অনলাইন ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ক্রেমলিন শেষ পর্যন্ত ৩০ মার্কিন কূটনীতিবিদকে বহিষ্কার করতে পারে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে রুশ কূটনীতিবিদের বহিষ্কারের পাল্টা এ ব্যবস্থা নেয়া হতে পারে।

রুশ সরকারপন্থী দৈনিক ইজভেস্তিয়া মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওবামার আমলে ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কারের মার্কিন আদেশ সংশোধন করা না হলে ক্রেমলিন অদূর ভবিষ্যতে পাল্টা ব্যবস্থা নিতে পারে। খবরে আমেরিকায় জব্দ রুশ দুইটি কূটনৈতিক স্থাপনা ফেরত দেয়ার দাবিও জানানো হয়েছে। না হলে একই ভাবে রাশিয়ায় মার্কিন স্থাপনা জব্দ করা হতে পারে বলে জানানো হয়েছে।

ওবামার শাসনের শেষ দিকে রুশ কূটনীতিবিদের বহিষ্কারের আদেশ দিয়েছিল মার্কিন প্রশাসন। অবশ্য সে সময়ে পাল্টা ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত ছিল ক্রেমলিন।

সম্প্রতি হামবুর্গে জি-২০ শীর্ষ বৈঠকের অবকাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময়ে এ প্রসঙ্গ তোলা হয়েছিল।

রুশ সূত্র থেকে ইজভেজস্তিয়াকে জানানো হয়, এ সংকট নিরসনের কোনো পরিকল্পনার বিষয় জানাননি ট্রাম্প।

এ জাতীয় আরও খবর