শুক্রবার, ১৪ই জুলাই, ২০১৭ ইং ৩০শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতাকে উৎসবমুখর করতে সকলকে ভ’মিকা রাখতে হবে- জেলা প্রশাসক

AmaderBrahmanbaria.COM
জুলাই ১২, ২০১৭
news-image

---

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, নৌকা বাইচ প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য। আগামী ১৪ জুলাই তিতাস নদীতে নৌকা প্রতিযোগিতাকে সম্মিলিতভাবে উৎসব মুখর করার আহবান জানিয়ে তিনি সকলকে এ ব্যাপারে ভ’মিকা রাখার আহবান জানান। তিনি এ প্রতিযোগিতা দেখতে সর্বস্তরের ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন।

গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে তিনি আহবান জানান।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, ১৪ জুলাই শুক্রবার বেলা ২ টায় তিতাস নদীর শিমরাইল কান্দি শশ্মান ঘাট থেকে মেড্ডা কালাগাজী মাজার পর্যন্ত এলাকায় এ প্রতিযোগিতা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি, বিশেষ অতিথি থাকবেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনারয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি, সংসদ সদস্য ফজিলাতন নেসা বাপ্পি , পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), বিজিএফসিএল-এর ব্যস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ কামরুজ্জামান,ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
প্রতিযোগিতার সময় সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য জেলা পুলিশ, নৌপুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিসের ডুবুরী দল, এম্বুলেন্স, মেডিকেল টিম দায়িত্ব পালন করবে। নৌকা বাইচের দিন সকাল ৬ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত যেখানে বাইচ হবে সেই এলাকায় বাইচের নৌকা ছাড়া দর্র্শনার্থী কিংবা যাত্রীবাহী কোন নৌকা প্রবেশ করতে পারবে না। প্রতিযেগিতা মনিটরিং এর জন্য ১৬ টি ইঞ্জিন চালিত নৌকা ৫ টি স্পীড বেট এবং ২ টি রেসকিউ বোট রাখা হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক বশীরুল হক ভ’ইয়া, প্রেস ক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন।

এ জাতীয় আরও খবর