হোমনায় বিদ্যুতের ট্রান্সফরমার সহ গ্রেফতার ১
AmaderBrahmanbaria.COM
জুলাই ৯, ২০১৭
---
আবু রায়হান চৌধুরী : কুমিল্লার হোমনায় বিদ্যুতের ট্রান্সফরমার সহ মোঃ সোহেল মিয়া (২৮), নামের এক যুবককে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ০৭/০৭/১৭ইং তারিখ ভোর অনুমানিক ০৪.৪০ মিনিটে হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের (চকের বাড়ী)’র মানিক মিয়ার বাড়ির সামনে স্থাপন করা পল্লী বিদ্যুৎ এর খুটিতে থাকা ০১টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।
পরে ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম মোল্লা, স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রান্সফরমারটি সেই গ্রামসহ আশপাশের গ্রামের সম্ভাব্য সকল জায়গায় খোজাঁখুজি করেন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে জয়পুর গ্রামের ইব্রাহিম মিয়ার বাড়িতে গিয়ে তার ছেলে মোঃ সোহেল মিয়া (২৮) (চোরা সোহেল),কে চোরাই হওয়া ট্রান্সফরমারসহ গ্রামবাসী আটক করেন। পরে উদ্ধারকৃত মালামাল ও ধৃত চোরসহ থানায় গিয়ে পল্লী বিদ্যু অফিস কর্তৃপক্ষ বাদী হয়ে এজাহার দায়ের করিলে হোমনা থানায় নিয়মিত মামলা রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার
সহযোগী চোর ২। আলমগীর (৩০), পিতা-সাত্তার, সাং-জয়পুর চকের বাড়ী, ৩। রহমত উল্লাহ (৩০), পিতা-মেহের, সাং-জয়পুর চকের বাড়ি (বাতেন মাষ্টারের বাড়ি), ৪। আল-আমিন (৩২), পিতা-মৃত জামান, সাং- জয়পুর চকের বাড়ি (বাতেন মাষ্টারের বাড়ি)।
তাদের সহযোগিতায় ঘটনার দিন (রাত্র) ভোর অনুমান ০৪.০০ ঘটিকার সময় সুকৌশলে জয়পুর (চকের বাড়ী)’র মানিক মিয়ার বাড়ির সামনে স্থাপন করা পল্লী বিদ্যুৎ এর খুটিতে থাকা ট্রান্সফরমারটি চুরি নিয়ে যায়।
এব্যাপারে হোমনা থানার পুলিশ পরিরদর্শক (তদন্ত) কাজী নাজমুল হক বলেন, গ্রেফতার হওয়া আসামী তার সহযোগী চোরদের সহায়তায় ট্রান্সফরমারটি চুরি করে অন্যত্র বিক্রি করার উদ্দেশ্যে তাহার হেফাযতে রাখিয়াছিল বলিয়া স্বীকার করে। এবং অন্যন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। হোমনা থানার মামলা নং-০৪, তাং-০৭/০৭/১৭ইং, ধারা- ১৯১০ সালের বিদ্যুৎ আইনের ৪০-ক।