শনিবার, ৮ই জুলাই, ২০১৭ ইং ২৪শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন মালিক

AmaderBrahmanbaria.COM
জুলাই ২, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে পাকিস্তানের সিনিয়র ব্যাটসম্যান শোয়েব মালিক বলেছেন, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২০ টি-২০ বিশ্বকাপ খেলতে চান তিনি।

এক সাক্ষাৎকারে মালিক বলেন, ‘আমার ফর্ম না থাকলে এবং বর্তমান ফিটনেস ধরে রাখতে না পারলে ৫০ ওভারের বিশ্বকাপ এবং এরপর ২০২০ সালে টি-২০ বিশ্বকাপ খেলে অবসর নেব। আইসিসির তিন ইভেন্টের শিরোপা জয়ী পাকিস্তানের প্রথম খেলোয়াড় হওয়া আমার লক্ষ্য।’

২০০৭-২০০৯ সাল পর্যন্ত পাকিস্তান দলের নেতৃত্ব দেয়া মালিক বলেন, ‘ক্রিকেটে সব কিছুই নির্ভর করে ফর্ম ও ফিটনেসের ওপর। সব কিছুই নির্ভর করবে একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে দলের জন্য আমি কতটা অবদান রাখতে পারি তার ওপর। বোঝা হয়ে গেছি মনে করলে আমি নিজেই জাতীয় দলের অংশ হতে চাইব না। আমি অবসর নেব। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর আমি এখন খুবই আশাবাদী যে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপ আমরা জয় করতে পারি।’

৩৫ বছর বয়সী মালিক বলেন তিনি জানেন যে, ‘কিছু সাবেক খেলোয়াড় ও সমালোচকরা চান তিনি সরে গিয়ে পাকিস্তান দলে তরুণদের সুযোগ দেয়া হোক। ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে নজর দিতে চাই বলেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাবল সেঞ্চুরি করার পরও ২০১৫ সালের নভেম্বরে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছি। দলে আমার যথার্থতা প্রমাণ করতে পেরেছি বলে আমি মনে করছি। আমি মনে করি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার পর থেকে আমার পারফরমেন্সে-এর প্রমাণ মেলে।’

মালিক বলেন, বিশেষ করে আর কোন দলের অধিনায়কত্ব করবেন না সিদ্ধান্ত নেয়ার পর থেকে তিনি এখনো পাকিস্তানের হয়ে ও বিদেশী টি-২০ লীগগুলোতে খেলাটা উপভোগ করছেন।