শনিবার, ৮ই জুলাই, ২০১৭ ইং ২৪শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

প্রথম ভারতীয় ছবি হিসেবে ২০০০ কোটির ক্লাবে ‘দঙ্গল’

AmaderBrahmanbaria.COM
জুন ২৮, ২০১৭

---

বিনোদন ডেস্ক :বিশ্ব সিনেমার ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলল আমির খানের ‘দঙ্গল’। ভারতে মুক্তির বেশ কিছুদিন পর চিনে মুক্তি পায় এ ছবি। এককথায় বলা যায় চিনে সাড়া ফেলে দিয়েছে মহাবীর সিং ফোগটের জীবন নিয়ে তৈরি এই ছবি। চিনের হাত ধরেই বক্স অফিসে নতুন নতুন মাইলফলক ছুঁয়ে চলেছে ‘দঙ্গল’। তবে শুধুই বক্স অফিস নয়, দর্শক থেকে শুরু করে সমালোচক সকলেরই মন ছুঁয়ে গিয়েছে এ ছবি। কিছুদিন আগেই BRICS ফিল্ম ফেস্টিভালে চিনা পরিচালক লু চুয়ান বলেন, তাঁদের কাছে দঙ্গল একটি অনুপ্রেরণা। কোনও প্রচার না করা সত্ত্বেও যেভাবে এই ছবি চিনা দর্শকরা আপন করে নিয়েছে তা সত্যিই শিক্ষণীয়।

ভারতে ‘দঙ্গল’-এর বক্স অফিস কালেকশন ছিল ২০০ কোটি। সারা বিশ্ব জুড়ে এই ছবি ঘরে তোলে আরও ৮০০ কোটি। সোমবার সেই তালিকায় নতুন সংযোজন। চিনে ছবি মুক্তির ৫২তম দিনে এই ছবি ব্যবসা করেছে ২.৫ কোটি টাকা। আর সেই আড়াই কোটি দিয়েই ‘দঙ্গল’-এর মোট বক্স অফিস কালেকশন ছুঁয়ে ফেলল ২০০০ কোটি টাকার মাইলস্টোন। এই প্রথম কোন ভারতীয় ছবি নাম লেখাল ২০০০ কোটির ক্লাবে। বক্স অফিসের নিরিখে বিশ্ব সিনেমার ইতিহাসে সেরা কুড়ির মধ্যে ১৬ নম্বর স্থানে উঠে এসেছে ‘দঙ্গল’। ইংরাজী ভাষার ছবি বাদ দিয়ে বক্স অফিসের নিরিখে এটি সেরা পঞ্চম ছবি। হলিউডের ছবি বাদ দিয়ে ‘দঙ্গল’ একমাত্র ছবি যা এতটা প্রভাব ফেলেছে চিনা বক্স অফিসে। তবে এখনও চিন জুড়ে রমরমিয়ে ব্যবসা করছে এই ছবি। ভবিষ্যতে আরও কত রেকর্ড ভাঙে এই ছবি, সেদিকেই চোখ বলিউডের।