সাবেকদের কাছে চার কারণে ফাইনালে ভারতের ভরাডুবি
---
হারের অজুহাত সবাই খোঁজে,বিশ্বের সেরা দল ভারতও। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হওয়ায় অজুহাত হিসাবে চার কারণ দাঁড় করিয়েছে ভারত। ফাইনালে ভারতের সামনে বিশাল রানের পাহাড় তৈরি করে পাকিস্তান। মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৩৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৫৮ রানে। এরপরই শুরু হয় টিম ইন্ডিয়ার নানা অজুহাত। তবে এই অজুহাত শব্দটি বলছেন ভারতীয় ক্রিকেট দতর্শকরা, যারা পরাজয় মেনে নিতে না পেরে ভাঙচুর ও আগুনে পোড়াচ্ছে খেলোয়াড়দেও পেষ্টার।
ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে, সাবেক ক্রিকেটার গাভাস্টার, মহিন্দও অমর নাথ, বীরেন্দ্র শেহবাগসহ অনেকেই পরাজয়ের জন্য চারটি কারণ উল্লেখ করেছেন।
এক. টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। যা ভেবে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি, তা কাজে আসেনি। পাকিস্তান বড় রানের পাহাড় তৈরি করে ভারতের সামনে। ভারতীয় বোলাররা কার্যত ব্যর্থ এ দিন।
দুই. ভারতীয় ইনিংসের শুরুতেই রোহিত শর্মা-বিরাট কোহলির মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যানের আউট হয়ে যাওয়া অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ফাইনালের এই ম্যাচ।
তিন. যুবরাজ ও মহেন্দ্র সিংহ ধোনির যুগলবন্দি যখন জমতে শুরু করেছে, তখনই আউট হলেন যুবরাজ। এরপর ছ্ক্কা হাঁকাতে গিয়ে উইকেট দিয়ে ফেললেন ধোনিও। ৫৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়ায় ম্যাচের অনেকটাই তখন শেষ হয়ে গেছে।
চার. শেষে হার্দিক পাণ্ডের রান আউট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় পুরোপুরি। বলা যায় তারপরই আশা শেষ হয়ে যায় ভারতের।
-ক্রিকবাজ