বুধবার, ২১শে জুন, ২০১৭ ইং ৭ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ফখরুলের গাড়িবহরে হামলায় কোনো কর্মী জড়িত প্রমাণ হলে বহিষ্কার: যুবলীগ চেয়ারম্যান

AmaderBrahmanbaria.COM
জুন ১৯, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ত্রাণ কার্যক্রমে সংগঠনের কোনও কর্মী বাধা সৃষ্টি করেছে প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

রোববার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কার্যালয়ে ইফতার পার্টির পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আগামী ২০ জুন যুবলীগের ইফতার সফল করতে এ সভার আয়োজন করে কেন্দ্রীয় যুবলীগ।

একই সঙ্গে যুবলীগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীকে বিএনপি থেকে বহিষ্কার না করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপির ত্রাণ কার্যক্রমে যুবলীগ কোথাও বাধা সৃষ্টি করে নাই। করেছে প্রমাণ করতে পারলে সেই যুবলীগ কর্মীকে দল থেকে বহিষ্কার করা হবে। তবে প্রমাণ না করতে পারলে যুবলীগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় যুবলীগ মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

ওমর ফারুক চৌধুরী বলেন, প্রাকৃতিক কিংবা যেকোন দুর্যোগে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই জনগণের পাশে দাঁড়ায়। বিএনপি বড় বড় কথা বলে, তারা কখনই জনগণের কথা ভাবে না। প্রাকৃতিক দুর্যোগের শিকার প্রত্যেককে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা পুনর্বাসন করবে।

তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কথায় নয়-কাজে বিশ্বাসী, বাংলাদেশের জনগণ তা জানে।

সভায় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরণ, মো. ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, যুগ্ম- সম্পাদক সুব্রত পাল, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, সুভাষ চন্দ্র হাওলাদার, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, জাকিয়া সুলতানা শেফালী, কার্যনির্বাহী সদস্য রওশন জামির রানা, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।