শনিবার, ১৫ই জুলাই, ২০১৭ ইং ৩১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

প্রতিযোগীতাময় বিশ্বে অগ্রগতিতে শিক্ষার বিকল্প নাই- জেলা প্রশাসক

AmaderBrahmanbaria.COM
জুন ১৮, ২০১৭
news-image

---

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বর্তমান প্রতিযোগীতাময় বিশ্বে অগ্রগতিতে শিক্ষার কোন বিকল্প নাই। তাই দেশের সার্বিক অগ্রগতি করতে হলে সুশিক্ষায় নিজেকে গড়ে তুলতে হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এসময় জেলা প্রশাসক আরও বলেন, মেধা বৃত্তি প্রদান ভাল ফলাফলের জন্য ছাত্র ছাত্রীদের অনুপ্রাণীত করে। তাই এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দেশের উন্নতি করতে হলে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। সকল শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। তাদেরকে সুশিক্ষায় মানুষ করে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব। উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, শুধুমাত্র চাকরী করলেই হবে না। জনবান্ধব কর্মকর্তা হয়ে সুশাসন নিশ্চিত করতে হবে। দেশের কল্যানে নিজেকে উৎসর্গ করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে শনিবার সকালে শতাধীক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে স্কুল ও কলেজ পর্যায়ের শতাধীক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ৪ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়।একই অনুষ্ঠানে ২২জন নারীকে সেলাইমেশিন ও ২টি ইউনিয়নকে ময়লা আবর্জনা অপসারনের জন্য ৮টি ভ্যান গাড়ী প্রদান করা হয়। প্রধান অতিথি অতিথি বক্তবে এই কথা বলেন ।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু আসিফ আহমেদ,আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদার,আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, ভাইস চেয়ারম্যান হাজী মো. আমির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মকবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আছির উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইকবাল হোসেন, তালশহর ইউনিয়নের চেয়ারম্যান আবু সামা, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মোবারক আলী চৌধূরী,আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মুজিবর রহমান,হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির ও তিন্নি আনোয়ার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ফাহমিদা আক্তার প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলা বিভিন্ন স্কুল ও কলেজের শতাধীক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী প্রত্যেককে এককালীন ৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।একই অনুষ্ঠানে দরিদ্র উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে এডিবির অর্থায়নে ২২ নারীকে সেলাই মেশিন এবং উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে সদর ও চরচারতলা ইউনিয়ন পরিষদকে ময়লা আবর্জনা পরিস্কার করার জন্য ৮টি ভ্যান গাড়ী বিতরন করা হয়েছে।এর আগে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান উপজেলা পরিষদের আধুনিক মিলনায়তনের উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর