নবম জাতীয় নির্বাচনের আগের পরিস্থিতি চায় বিএনপি
---
নিজস্ব প্রতিবেদক : নবম জাতীয় সংসদের আগে যেই ধরনের ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচন হয়েছে সে ধরনের নির্বাচনের আয়োজন করতে নির্বাচন কমিশনারের কাছে দাবি জানিয়েছে বিএনপি।
রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে এক বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমানা পুনঃনির্ধারণ করে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষতার অবস্থানে ফিরিয়ে নিতে সিইসিকে অনুরোধ করা হয়েছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুর রশীদ সরকার ও ক্যাপ্টেন সুজাউদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সিইসির সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।