বুধবার, ২১শে জুন, ২০১৭ ইং ৭ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

AmaderBrahmanbaria.COM
জুন ১৮, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের ফাইনাল ম্যাচে মাঠে নেমেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি দুদল। ইতিমধ্যে টস সম্পন্ন হয়েছে। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

শিরোপা জয়ের লড়াইয়ে রবিবার লন্ডনের ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। খেলাটি সরাসরি দেখাবে মাছরাঙা, জিটিভি, স্টার স্পোর্টস-১ ও স্টার স্পোর্টস এইচডি-১।

ভারত-পাকিস্তান খেলা মানেই বাড়তি উত্তেজনা। শিরোপা নির্ধারণী এই ম্যাচে ভারতের টপঅর্ডার ব্যাটসম্যানের সাথে যুদ্ধ হবে পাকিস্তানের পেস বোলিং অ্যাটাকের। পুরো টুর্নামেন্ট জুড়েই ভারতের টপ-অর্ডার ব্যাটিং এবং পাকিস্তানের পেস বোলিং অ্যাটাক সেরা পারফরমেন্সই প্রদর্শনই করেছে।

পাকিস্তান দল: আজহার আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদব খান, হাসান আলী, জুনায়েদ খান।

ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, এমএস ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জ্যাসপ্রীত বুমরাহ।