g ছিনতাইকারীদের হাতে প্রাণ হারালেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৬ই অক্টোবর, ২০১৭ ইং ২১শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ছিনতাইকারীদের হাতে প্রাণ হারালেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার

AmaderBrahmanbaria.COM
জুন ১৪, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : ছিনতাইকারীরাই রাজধানীর যাত্রাবাড়ীতে কুমিল্লার মুরাদনগরের মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জাহাঙ্গীর আলম সর্দারকে (৬৫) হত্যা করেছে। গত ১জুন ভোরে যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে পাঁচ ছিনতাইকারীরা তাকে ঘিরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ওই সময় দাবি উঠেছিল, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়েছে।

আজ বুধবার সকালে যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান জানান, মুক্তিযুদ্ধা জাহাঙ্গীর আলম হত্যার ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- সাইফুল (২০), সিহাব (১৭), শান্ত (২০), পলাশ (২২) ও রানা (১৮)।

১ জুন ভোর সাড়ে ৪টায় মুরাদনগরে যাওয়ার জন্য মুক্তিযুদ্ধা জাহাঙ্গীর আলম যাত্রাবাড়ী ব্রাহ্মণচিরল এলাকার বাসা থেকে বের হন। ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। হাতের ব্রিফকেস ও মোবাইল ফোন চাইলে জাহাঙ্গীর আলম প্রতিবাদ করেন। ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ওসি আরো জানান, এই হত্যার সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

এ জাতীয় আরও খবর