g ফাঁস হয়ে গেল অনুষ্কা শর্মার সৌন্দর্যের রহস্য! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৪ই আগস্ট, ২০১৭ ইং ৩০শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ফাঁস হয়ে গেল অনুষ্কা শর্মার সৌন্দর্যের রহস্য!

AmaderBrahmanbaria.COM
জুন ১১, ২০১৭
news-image

---

 

লাইফস্টাইল ডেস্ক : অভিনেতা অভিনেত্রীদের উজ্জ্বল ত্বক নিয়ে কৌতুহলের সবার মধ্যেই, তবে কিভাবে সেই রকম উজ্জ্বল ত্বকের অধিকারী হবেন আপনি, সেই ব্যপারে চলুন একটু উঁকি মারা যাক তারকা টিপসে। এখন যার চর্চা একেবারে শীর্ষে ৷ অনুষ্কা শর্মা, এর ত্বকের উজ্জ্বলতা সবারই মন কেরে এক নজরে এবং তার পাশাপাশি বিভিন্ন টিপস আপনাকেও করে তুলবে আনুশকার মতোই মহিময়ী ৷ চলুন জেনে নেওয়া যাক তার মূখ থেকেই বিভিন্ন ধরণের টিপস ৷

ব্রণ এবং পিমপিলস প্রতিরোধ করবেন কি করে?

ব্রণ এবং পিমপিলস আপনার সৌন্দর্যকে এক নিমেষে করে দিতে পারে নষ্ট, তবে আপনি যদি অনুস্কার মত মেনে চলেন এই টিপসগুলি, তাহলেই কোল্লাফতে৷ নিম এবং মুলতানি মাটির সংমিশ্রন ৷ এন্টিসেপটিক হিসাবে নিমের জুরি মেলা ভার ৷ এবং তার পাশাপাশি মলতানি মাটি ত্বককে মসৃন রাখতে সাহায্য করে৷ যা শুধু ব্রণ নিয়ন্ত্রণ নয়,তার সঙ্গে রাখবে আপনার অমসৃণ ত্বকের ও খেওয়াল ৷

অতিরিক্ত তৈলাক্ত ত্বক থেকে মুক্তির উপায়৷

আবহাওয়া আমাদের ত্বকের উপর অনেকটাই প্রভাব ফেলে থাকে ৷ যার ফলে ত্বকে বিভিন্ন প্রকার তারতম্য লক্ষ্য করা যায় ৷ অতিরিক্ত তৈলাক্ত যুক্ত ত্বকের আরেকটি কারণ হতেই পারে আপনার ডেলি রুটিনের চর্বি যুক্তো খাওয়া দেওয়া ৷ তার পাশাপাশি বেশি পরিমান জল ও ফল খাওয়ার টিপসও দেন অভিনেত্রী ৷

কিভাবে ত্বকের গ্লো ফেরাবেন ?

অনেক সময় মৃত চামড়া ত্বককে ডাল করে রাখে ৷ ত্বকের ভেতরের উজ্জল চামড়া বাইরে বেরিয়ে না আসার কারণেই ত্বক অমসৃণ দেখায়, তবে প্রতিদিন যদি নিয়ম করে বেসন দিয়ে মুখ ধুয়ে গোলাপ জলের ব্যবহার করা যায়,তাহলে এই সমস্যার হতে মুক্তি পাওয়া সম্ভোব ৷

চামড়া সংক্রমণ চিকিত্সা

চামড়ার সমস্যা হয়েছে ? নিমপাতায় ব্যবহার আপনি করতেই পারেন নির্দ্বিধায় ৷ নিমে রয়েছে এন্টিমাইক্লোরিয়াল প্রোপার্টি যা চামড়ায় ছোট ও গুরুতর সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের একটি কার্যকর প্রতিকার। ফুসকুড়ি সংক্রমণ থেকে শুরু করে চামড়া যে কোনও সমস্যায় নিমের জুরি মেলা ভার ৷

চোখের চারপাশে কালো দাগ দূর করার উপায়

যদি আপনি দেরী করে রাত্রিতে ঘুমান,অথবা অজথা কাজের চাপে অকারণে চিন্তা করে থাকেন,তাহলে চোখের তলায় কালো দাগ পরবেই ৷ তবে আপনি যদি একটু সতর্ক হন, তাহলেই আপনি আপনার সৌন্দর্য্যকে ঠিক ধরে রাখতে পারবেন ,শশার সঙ্গে গোলাপ জলের মিশ্রন চোখের চারপাশে প্রতিদিন ব্যবহারের ফলেই আপনি পেতে পারেণ চোখের চারিপাশ থেকে কালো দাগ হতে মুক্তি ৷

সাদা চামড়া নিয়ন্ত্রণ

অনেক সময় ত্বকে সাদা চামড়া লক্ষ্য করা হয় ৷ যা ত্বকে সাদা ছোপের সৃষ্টি করে থাকে এটি রোমে জমে থাকা অতিরিক্ত ঘামের ফলেই এমন হয়ে থাকে,টমেটোর সঙ্গে কাচা দুধের ব্যবহার ত্বকের সাদা ছোপ দূর করার পাশাপাশি ত্বক অজথা রোদে পুরে যাওয়ার হাত থেকেও রক্ষা করে থাকে ৷

উজ্জল ত্বক পাওয়ার টিপস

পাকে পেঁপের সঙ্গে কাচা দুধ, মলতানি মাটির সঙ্গে গোলাপ জলের ব্যবহার ,পাকা কলার প্যাক এছাড়াও খাওয়া দাওয়ার উপর একটু সতর্কতা তাহলেই টানটান উজ্জল ত্বকের অধিকারি হবেন আপনি ৷ তাহলে আর চিন্তা কেন? বাড়িতেই নিজের ত্বকের গোপনে চর্চা করুণ,আর হয়ে উঠুন তারকা অনুষ্কার মতোই সুন্দর ৷

এ জাতীয় আরও খবর