বুধবার, ১৪ই জুন, ২০১৭ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

পাক-কাশ্মীর দখল করতে বললেন রামদেব

AmaderBrahmanbaria.COM
জুন ১১, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক : যোগগুরু রামদেব দাবি করেছেন, ভারতীয় সেনারা পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে নিলেই মিটে যাবে কাশ্মীরের মতো দীর্ঘমেয়াদী, জটিল সমস্যা। শনিবার বিহারের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ভারতের উচিত দ্রুত পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া। এখানকার সব সমস্যার মূলে রয়েছে পাকিস্তান।’

চম্পারণ সত্যাগ্রহের শতবর্ষ উপলক্ষে বিহারের গান্ধী ময়দানে তিনদিনের যোগ শিবিরের আয়োজন করেছে পতঞ্জলি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কাশ্মীর প্রসঙ্গে নওয়াজ শরিফ প্রশাসনকে নিশানা করেন রামদেব। কী করে উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে হবে, সেই পথও ‘বাতলে’ দিয়েছেন তিনি।

রামদেব বলেন,‘ভারতীয় সেনাদের উচিত সীমান্ত সংলগ্ন পাক অধিকৃত কাশ্মীরের সেনাঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া।’ তার দাবি, মাসুদ আজহার, হাফিজ সইদ, দাউদ ইব্রাহিমের মতো কুখ্যাতরাই ভারত ও পাকিস্তান সীমান্ত সমস্যার মূলে রয়েছে।

কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না, তা জানতে চাওয়া হলে রামদেব উল্টো ভারতীয় সেনাদের পক্ষে সাফাই গান। তিনি বলেন, ‘আমরা হয়তো কখনও কখনো ভুলে যাই যে, আমাদের জওয়ানদেরও মানবাধিকার রয়েছে।’

সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর