g আমাদের এখনই চ্যাম্পিয়ন বানিয়ে দিবেন না : মাশরাফি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২০শে অক্টোবর, ২০১৭ ইং ৫ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

আমাদের এখনই চ্যাম্পিয়ন বানিয়ে দিবেন না : মাশরাফি

AmaderBrahmanbaria.COM
জুন ১১, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দারুণ খুশি, স্বভাবতই দারুণ উদ্বেলিত দেশের ক্রিকেটপ্রেমীরা। জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে থাকা সাংবাদিকরাও দারুণ খুশি। গত বিশ্বকাপ বাদে এর আগের আইসিসি ইভেন্টগুলোতে প্রথম বা দ্বিতীয় রাউন্ডের পর দেশের ম্যাচ কাভার করার সৌভাগ্যটা খুব সাধারণত বাংলাদেশি সাংবাদিকদের হয় না। এবারের চ্যাম্পিয়নস ট্রফির আসরে মাশরাফিদের সাফল্যে দারুণ খুশি তারাও। সেমিফাইনালের পর টাইগারদের স্বপ্ন এখন শিরোপা জয়। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার হারের পর মাশরাফিকে জিজ্ঞাসা করেই বসলেন বাংলাদেশের সাংবাদিকরা। আর বাংলাদেশকে এখনই চ্যাম্পিয়ন বলে ক্রিকেটারদের ওপর চাপ না বাড়ানোর অনুরোধ করলেন দলনেতা মাশরাফি।

‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার হারের পর বাংলাদেশের সাংবাদিকরা মাশরাফির অনুভূতি জানতে উৎসুক হয়ে ওঠেন। তাঁদের হতাশ করেননি ম্যাশ। টাইগার দলনেতা বলেন, ‘এটা বিশাল একটা পাওয়া। ক্রিকেটার হিসেবে আমি গর্বিত, দলনেতা হিসেবে তো বটেই। আমার অধীনেই দল চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে, এর চেয়ে বেশি আর কী-ই বা চাওয়ার ছিল। সব সময় বাংলাদেশ দলকে এ অবস্থায় দেখতে চেয়েছি।’ দলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে টাইগার দলনেতা বলেন, ‘দলের সবাই খুশি। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ পর্যন্ত আসতে পেরেছি আমরা। এখন আরো সামনে এগিয়ে যেতে পারলে ভালো লাগবে।’

সেমিফাইনাল স্বপ্নের পর তাহলে এবার কি ফাইনাল? চ্যাম্পিয়ন? ভক্ত-সমর্থক অনেকেরই মনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে সমর্থকদের অতি আগ্রহকে নিবৃত করলেন মাশরাফি। তিনি বলেন, ‘এখনই আমাদের চ্যাম্পিয়ন বানিয়ে দেবেন না। এটা ক্রিকেটারদের ওপর চাপ বাড়িয়ে দেয়। সেরা দলগুলোই সেমিফাইনালে খেলবে। আশা করছি, সেমিফাইনালেও ভালো খেলব আমরা।’

এ জাতীয় আরও খবর