১০ বছরেও ঠিক হয়নি পাশাখালীর ব্রিজ

---
নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোড়লগঞ্জের জিউধরা ইউনিয়নের বরুইতলা গ্রামের পাশাখালী খালের উপর জেলা পরিষদের নির্মিত কাঠের ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বটতলা, বাইনতলা, পাজাখোলা, লক্ষীখালী, পাশখালী ও বরইতলা গ্রামের লোকজন।
জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই বেহালদশার ব্রিজটি দিয়ে পারাপার হচ্ছে প্রায় ১ হাজার শিক্ষার্থীসহ ৬ গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয়রা জানিয়েছে, বিগত ১০ বছরের অধিক সময় যাবত এমন বেহাল দশায় রয়েছে ব্রিজটি। ভুক্তভোগীদের পক্ষ থেকে ব্রিজটি সংস্কারে বারবার বলা সত্বেও অজানা কারণে এটি সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না জেলা পরিষদ।
এ সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা জানিয়েছেন, ব্রিজটির বিষয়ে লিখিতভাবে জেলা পরিষদকে অনেক আগেই জানানো হয়েছে। কিন্তু কোনো বরাদ্দ পাওয়া যায়নি।




টাঙ্গাইলে ব্লু হোয়েল গেমসে আক্রান্ত তরুণ!
উখিয়া থেকে ২৭ হিন্দু রোহিঙ্গাকে কৌশলে নিয়ে গেছে মিয়ানমার
প্রাণে বাঁচতে মৃতদেহ আঁকড়ে ভেসে ছিল এই শিশু