ভাগ্য পরিবর্তনে টাক মাথার লোকদের হত্যা
---
আন্তর্জাতিক ডেস্ক : মোজাম্বিকে টাক মাথাওয়ালা লোকজন তান্ত্রিকদের হামলার শিকার হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ। সম্প্রতি দুই টাক মাথাওয়ালা লোককে হত্যার পর তাদের দেহাবশেষ জাদুটোনায় ব্যবহারের অভিযোগ পাওয়ার পর এ সতর্কতা জারি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণের এলাকা মিলাঙ্গিতে দুজনকে হত্যা করা হয়। চল্লিশোর্ধ্ব দুজনের মধ্যে একজনের মাথা কাটার পর তার দেহের অঙ্গগুলো বিচ্ছিন্ন করা হয়েছিল।
জাতীয় পুলিশের মুখপাত্র ইনাসিও ডিনা বলেছেন, ‘গত মাসে দুই টাক মাথার লোককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুসংস্কার ও উপজাতীয় সংস্কৃতি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। স্থানীয়দের বিশ্বাস টাক মাথার লোকজন ধনী হয়।’
গ্রেপ্তারকৃত দুজনই বয়স ২০ বছরের তরুণ। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, হত্যার পর এদের অঙ্গ-প্রত্যঙ্গগুলো তাঞ্জানিয়া ও মালাউইর বৈদ্যদের কাছে পাঠানো হয়েছে। তারা এগুলো তাদের গ্রাহকদের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যবহার করবে। এ ধরণের ঘটনা মোজাম্বিকে এটাই প্রথম বলে জানিয়েছে পুলিশ।