শনিবার, ১৫ই জুলাই, ২০১৭ ইং ৩১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

আল্লামা শফীর শারীরিক অবস্থা আগের থেকে উন্নত

AmaderBrahmanbaria.COM
জুন ৭, ২০১৭
news-image

---

নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা আগের থেকে উন্নত হয়েছে।

বুধবার সকালে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী জানান, “হুজুর শ্বাস কষ্টে ভুগছিলেন। তবে কাল রাত থেকে তার অবস্থার উন্নতির দিকে। তার শ্বাস কষ্ট অনেকটা কমেছে। তবে তাকে আইসিইউতেই রাখা হয়েছে। কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে যাবেন বলে আশা করছি।”

শারীরিক অবস্থার অবনতি ঘটায় চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে মঙ্গলবার বিকেল তাকে গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. সরওয়ারে আলম এবং নিউরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. নূরুল হুদার তত্ত্বাবধানে রয়েছেন।

চট্টগ্রাম মহানগরীর সিএসসিআর হাসপাতাল সূত্রে জানা গেছে, শারীরিক দুর্বলতা অনুভব করায় আল্লামা শাহ আহমদ শফীকে গেলো ১৮ মে প্রাইভেট হাসপাতালটিতে ভর্তি করা হয়। সেখানে মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোফরানুল হক, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. হাসানুজ্জামান এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইবরাহীম চৌধুরী’র তত্ত্বাবধানে হেফাজত আমীরকে চিকিৎসা দেয়া হয়।

পরে সিএসসিআর হাসপাতালে হেফাজত আমিরকে ২১ মে থেকে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়।

এ জাতীয় আরও খবর