ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা
---
আদালত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর শ্লোগান দেয়ায় গণজাগরণ মঞ্চের নেতা ড. ইমরান এইচ সরকারসহ দুই জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। আগামী ১৬ জুলাই তাদেরকে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের নেতা গোলাম রাব্বানি বাদী হয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। এতে বলা হয়, ‘ভাস্কর্য নিয়ে অপরাজনীতি’ শীর্ষক মশাল মিছিলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান দেন ইমরান এইচ সরকার। এতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মানহানি হয়েছে। এতে ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯’ লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ করেছেন বাদী।
পরে বাদীর জবানবন্দী গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান ১৬ জুলাই অভিযুক্তদের আদালতে হাজিরের নির্দেশ দেন। অপর অভিযুক্তের নাম সনাতন উল্লাহ।