শনিবার, ৩রা জুন, ২০১৭ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

‘মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার জন্য চ্যালেঞ্জ’

AmaderBrahmanbaria.COM
জুন ১, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আলাস্কা ও দক্ষিণ কোরিয়ায় মোতায়েন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থা রাশিয়াকে এসব অঞ্চলে শক্তি বাড়িয়ে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সম্প্রসারণের জবাবে এ কথা বলেন পুতিন।

রয়টার্স অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে।

সেন্ট পিটার্সবাগে একটি অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের উদ্দেশে পুতিন বলেন, ইউরোপ ও দূরপ্রাচ্যের দেশগুলো যখন তাদের সীমান্তে শক্তি বাড়াচ্ছে, তখন রাশিয়া অলস বসে থাকবে না এবং চেয়ে চেয়ে ধেখবে না।

উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের হামলার হুমকি মোকাবিলায় সম্প্রতি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। দি টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) নামে উচ্চ ক্ষমতাসম্পন্ন মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে তারা।

এদিকে, দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জে-ইনকে না জানিয়ে যুক্তরাষ্ট্র থাডের জন্য চারটি নতুন লাঞ্চার আনায় এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর