বাজেট অধিবেশন শুরু
AmaderBrahmanbaria.COM
মে ৩০, ২০১৭
---
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বাজেট অধিবেশন তথা চলতি সংসদের ১৬তম অধিবেশন মঙ্গলবার বেলা ১১টায় শুরু হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন অধিবেশনের কার্যক্রম শুরু হবে হবে সকালে। এ অধিবেশনে বিশেষ ব্যবস্থায় কারাবন্দী দুই এমপি যোগ দিচ্ছেন।
সংসদ সচিবালয় জানায়, আগামী বৃহস্পতিবার এ অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট পেশ করবেন। এবার ৪ লাখ ২০০ কোটি টাকার বাজেট উত্থাপিত হবে বলে। এটি বাংলাদেশের ৪৬তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৮তম। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের ১১তম বাজেট।