ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
---
নিজস্ব প্রতিবেদক : ‘নিরাপদ প্রসব চাই স্বাস্থ্য কেন্দ্রে চল যাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর হাসপাতালের শহীদ ডাক্তর মিলন সভা কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিবিল সার্জন ডাক্তার নিশীত নন্দী মজুমদার। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোঃ শওকত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ দত্ত। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রসব কালীণ সময়ে মা ও শিশুর মৃত্যুর হার কমাতে বর্তমান সরকার স্বাস্থ্য খাত থেকে নানা কল্যাণমূখী কর্মকান্ড বাস্তবায়ন করছে। নিরাপদ প্রসব আমাদের জন্য খুবই প্রয়োজন। নিরাপদ প্রসবের মাধ্যমে মা ও শিশু উভয়ই সুস্থ থাকে। তিনি গর্ভবতী মায়েদের প্রতিনিয়ত স্বাস্থ্য সেবা নিতে স্বাস্থ্য কেন্দ্র গুলোতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ সময় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।