‘সম্পর্ক টিকিয়ে রাখতে হলে স্ত্রীয়ের বন্ধুদেরকে সম্পর্ক থেকে দূরে রাখুন’
---
লাইফস্টাইল ডেস্ক :বিয়ে একটি খুবই পবিত্র অনুষ্ঠান৷ কুষ্ঠিবিচার, রাশিবিচারের মতন একাধিক বিষয়ে বিচার বিবেচনা করেই দুটি জীবন একসঙ্গে আবদ্ধ হয়৷ কিন্তু এরপরও দুটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুই তরফেই অনেক বাধা বিপত্তি পার করে আসতে হয়৷ কিন্তু তারপরেও এখন বিবাহ বিচ্ছেদ মামলায় জর্জরিত জুটিরা৷ প্রায় প্রতিদিনই আদালতে একটি করে মামলা ওঠে এই বিবাহ বিচ্ছেদের৷ সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য৷ স্বামী যদি স্ত্রীয়ের বন্ধুদের পছন্দ না করে তাহলেও এই বিবাহ বিচ্ছেদের মামলা হতে পারে৷
গবেষকেরা জানাচ্ছেন, একটি সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য দুই তরফের বন্ধু বান্ধবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ তবে, এই সমস্ত বন্ধু বান্ধব বাছাইয়ের কাজটিও আজ অনেকটাই অনলাইন নির্ভর হয়ে গিয়েছে৷
৩৫৫টি দম্পতির মধ্যে সমীক্ষা চালিয়ে এক মার্কিনি গবেষক জানাচ্ছেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এখন বিয়ে হওয়ার ফলে দুই পরিবারের মধ্যেই থাকে বেশ কিছু ভেদাভেদ৷ সেক্ষেত্রে এই দুই পরিবারের মধ্যেই সম্পর্ক স্থাপন করে মানিয়ে নেওয়াটা মাঝে মধ্যে দূরহ হয়ে ওঠে৷ যার প্রভাব পড়ে স্বামী স্ত্রীয়ের মধ্যে৷
তবে, অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে কোনও একটি দম্পতির মধ্যে স্ত্রীদের বন্ধুরা এই সম্পর্কে বেশি হস্তক্ষেপ করে৷ এরফলে দম্পতির মধ্যে বিবাহবিচ্ছেদ হয়৷