‘শাকিব খানের সঙ্গে এফডিসিতে কী হয়েছে তার প্রত্যক্ষদর্শী আমি’
---
৫ মে শুক্রবার এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর নির্বাচন শেষে রাতে ভোট গণনা শুরু হয়। শুক্রবার মধ্যরাতে এফডিসিতে গিয়ে হঠাৎ গণণাকক্ষে হাজির হন শিল্পী সমিতির আগের মেয়াদের সভাপতি চিত্রনায়ক শাকিব খান।
অভিযোগ ওঠে তিনি ভোট গণনাকক্ষের পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন। সেখানে তিনি ১০ মিনিট অবস্থান করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এসময় তিনি মদ্যপ ছিলেন বলেও অভিযোগ ওঠে। পরে তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলা হলে বাকবিতন্ডা হয়। কেননা, ভোট গণনাকক্ষে প্রবেশের অধিকার কেবলমাত্র প্রার্থী ও তাদের নির্ধারিত এজেন্ট এবং নির্বাচন কমিশনের রয়েছে।
শাকিব খান ভোট গণনাকক্ষে প্রবেশ করায় এক সময় উত্তেজনা ছড়ায় এফডিসির আঙিনায়। এক পর্যায়ে ধাওয়া খেয়ে এফডিসি ত্যাগ করতে বাধ্য হন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। ধাওয়ার সময় চিত্রনায়ক সায়মন সাদিক আহত হয়েছেন।
চিত্রনায়ক শাকিব খানকে প্রহৃত করার এই ঘটনার সমালোচনা করেছেন অনেকেই। তারা এই ঘটনাকে ন্যাক্কার জনক বলে মন্তব্য করেছেন। এবার শাকিব খানের পাশে দাঁড়ালেন ওমর সানীর পুত্র ফারদিন এহসান।
সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ফারদিন। তিনি রবিবার তার ফেসবুক পেজে এ নিয়ে একটি স্টাটাস দেন। স্টাটাসে তিনি লিখেছেন, ‘কালকে রাতে এফডিসিতে কী হয়েছে শাকিব খানের সাথে তার প্রত্যক্ষদর্শী আমি। শাকিব চাচা হতাশ হবেন না। চাইলেই দুইদিনের হিরো এসে ইন্ডাস্ট্রিতে শাকিব খান হতে পারবে না। আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ।’ ঢাকাটাইমস