নাসিরনগর গোর্কণ সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পুনঃনিমার্ণ কাজের ভিত্তি প্রস্থরের উদ্বোধন

---
আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের গোর্কণ গ্রামে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পুনঃনিমার্ণ কাজের ভিত্তি প্রস্থরের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার মন্দিরের পুনঃনিমার্ণ কাজের প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্থরের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। মন্দিরের সভাপতি ভানু চন্দ্র দেবের সভাপতিত্বে প্রভাষক প্রার্থ প্রতিম সোমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাশীয়া এগ্রো ফিশারিশ লিমিটেডের চেয়ারম্যান মোঃ মাহবুব জামাল, এম.ডি শেখ জুবায়ের হাসান, পরিচালক তপন রায়, প্রভাষক মাঈন উদ্দিন শান্তু, নাসিরনগর থানা এস আই সাধন , প্রভাষক, রসায়ন,বিশিষ্ট সর্দার বশীর উদ্দিন বাচ্চু, সুব্রত চক্রবর্তী, ভজন দেব, মো. আবেদ আলীসহ এলাকার গন্যমান্য ও ভক্তবৃন্দ।

২০১৮ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নাসিরনগরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আতুকোড়া চ্যাম্পিয়ান

নাসিরনগরে ওষুধ ভেবে কীটনাশক পানে শিশুর মৃত্যু
নাসিরনগরে আশার চিকিৎসা সহায়তা প্রদান

নাসিরনগরে জাতীয় শোক দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
