বৃহস্পতিবার, ১১ই মে, ২০১৭ ইং ২৮শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

বোমা আতঙ্কে অর্ধলক্ষ মানুষের গৃহত্যাগ

AmaderBrahmanbaria.COM
মে ৭, ২০১৭

 

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির হানওভার থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। সেখানে অব্যবহৃত ৫টি বোমার সন্ধান পাওয়া গেছে যা ২য় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর ওই বোমা নিস্ক্রিয়করণের ক্ষতি এড়াতেই এই স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এটি জার্মানির ২য় বৃহত্তম স্থানান্তরের ঘটনা এবং এটি ওই শহরের এক দশমাংশ জনসংখ্যার উপর প্রভাব ফেলবে। বাসিন্দাদের পাশাপাশি ৭টি কেয়ার হোম, একটি ক্লিনিক ও একটি মহাদেশীয় টায়ার প্লান্টও সরানো হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সকাল ৭টা পর্যন্ত এই উদ্বাসন প্রক্রিয়া চালানো হয়। বাসিন্দারা সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে পারবে বলে আশা করছে কর্তৃপক্ষ। বাড়ি ছাড়ার সময় বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিস যেমন ওষুধ সাথে করে নিতে বলা হয়েছে। এছাড়া বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে যেতে বলা হয়েছে। সূত্র: বিবিসি।