দেশ ছাড়লেন মাশরাফি
---
স্পোর্টস ডেস্ক : গেল ৩০ এপ্রিল স্ত্রী সুমনা হক সুমির অসুস্থতার খবর পেয়ে ইংল্যান্ডের সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প ছেড়ে দেশে ফেরেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলের সাথে যোগ দিতে চার মে দেশ ছাড়ার কথা থাকলেও যাত্রা পিছিয়ে যায় আরও দুইদিন। শেষ পর্যন্ত সন্ধ্যা সোয়া সাতটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আয়ারল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করেন মাশরাফি।
কথা ছিলো চার মে ইংল্যান্ডে দলের সাথে যোগ দিবেন মাশরাফি। কিন্তু শেষ মূহুর্তে পুত্র সাহেল মুর্তজার অসুস্থ হয়ে পড়ায় আরও দুদিন পরিবারের সাথে কাটিয়ে পর দেশ ছাড়েন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমাবনবন্দর থেকে সন্ধ্যা সোয়া সাতটার এক ফ্লাইটে ইংল্যান্ড নয়, সরাসরি \ আয়ারল্যান্ডের উদ্দেশে রওয়ানা হয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তার সফরসঙ্গী হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
চ্যাম্পিয়নস ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্পের জন্য ২৭ এপ্রিল মাশরাফির নেতৃত্বে ইংল্যান্ড পৌঁছেছিলো বাংলাদেশ দল। কন্ডিশনিং ক্যাম্প শেষ হয়েছে পাঁচই মে। ইতিমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ডিউক অব নরফোকের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও, সাসেক্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিতে ১৩৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।
পাঁচ মে ইংল্যান্ডে দলের সাথে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। আগামীকাল ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল
বাংলাদেশ, নিউজিল্যান্ড ও স্বাগতিক আয়ারল্যান্ডের অংশগ্রহণে ১২ মে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। এরপর এক জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চলবে ১৮ জুন পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।