বুধবার, ১০ই মে, ২০১৭ ইং ২৭শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্যালন ডি’অর জয়ে তিন তারকার দৌড়

AmaderBrahmanbaria.COM
মে ৫, ২০১৭
news-image

স্পোর্টস ডেস্ক : বর্ষসেরা ফুটবলারের হাতে উঠবে ব্যালন ডি’অর। তবে সেতো এখনও অনেক দেরি। তবে গত এপ্রিলের পারফরম্যান্স যদি অব্যাহত থাকে, তাহলে চোখ বুজে বলে দেয়া যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি নয়তো জিয়ানলুইজি বুফনের মধ্যে একজনের হাতেই উঠবে এবারের ব্যালন ডি’অর।

গেল মাসেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বায়ার্ন মিউনিখের বিপক্ষে গড়েছেন ৫ গোল করার কীর্তি। এছাড়া অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে পেয়েছেন হ্যাটট্রিক।

অন্যদিকে মেসি এল ক্লাসিকোতে বীরোচিত ভূমিকা রেখে চলেছেন। আর বুফনতো বিভিন্ন দলের বিপক্ষে তার দল জুভেন্টাসের বারে অতন্দ্র প্রহরী হয়ে আছেন।

আর এ থেকেই সমালোচক ও ফুটবল বোদ্ধারা বলছেন, ব্যালন ডি’অর এর আগামী সংস্করণে এই তিন ফুটবলারের মধ্যেই একজনকে বেছে নিতে হবে।

যদি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে জিতে যায় তাহলে নির্দ্বিধায় বর্ষসেরার সম্মাননা উঠা উচিত রোনাল্ডোর হাতে।

তবে মেসি যে সাইড লাইনে বসে রোনাল্ডোর কীর্তি দেখবেন তাও নয়।

আর জুভেন্টাস যদি ইউরোপিয়ান লিগ জিতেই যায় তাহলে বুফন আর মেসিও ব্যালন ডি’অর এর শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন। ১৯৬৩ সালে সর্বশেষ একজন গোল কিপার এই পুরস্কার জিতেছিল।

এই তিন তারকা ফুটবলার ছাড়াও নেইমার, লইস সুয়ারেজ, গ্যারেথ বেল, এডেন হ্যাজার্ডসহ আরও অনেকেই বর্ষসেরার খেতাব জয়ের লাইনে রয়েছেন।