বুধবার, ১০ই মে, ২০১৭ ইং ২৭শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ভুলে গুলি করে সোমালীয় মন্ত্রীকে খুন

AmaderBrahmanbaria.COM
মে ৪, ২০১৭
news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :জঙ্গি সন্দেহে সোমালিয়ার নিরাপত্তা বাহিনী ভুল করে দেশটির এক মন্ত্রীকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির রাজধানীতে নিহত হন ৩১ বছর বয়সী এ যুবক মন্ত্রী।

দেশটির কর্মকর্তারা জানান, মন্ত্রী আবদুল্লাহি শেখ আব্বাস রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের পাশে নিজের গাড়িতে থাকা অবস্থায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হন।

রাষ্ট্রীয় রেডিওর খবরে জানানো হয়েছে, মন্ত্রী আব্বাসের মৃত্যুর খবরে ইথিওপিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেসেন সোমালীয় প্রেসিডেন্ট।

আবদুল্লাহি শেখ আব্বাস বেড়ে উঠেছেন একটি শরণার্থী শিবিরে। তিনি বিগত নভেম্বর মাসের নির্বাচনে দেশটির সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন এবং এ বছরের ফেব্রুয়ারিতে মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

১৯৯১ সালে দীর্ঘদিনের শাসক সিয়াদ বারে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে সংঘর্ষ চলছে। সাম্প্রতিক বছরগুলোতে সোমালিয়ায় তাণ্ডব চালাচ্ছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। ইসলামের নামে চলা এই গোষ্ঠীটি সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে যুক্ত। সূত্র: বিবিসি।