বুধবার, ১০ই মে, ২০১৭ ইং ২৭শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়ম : চার কর্মকর্তাকে দুদকে তলব

AmaderBrahmanbaria.COM
মে ৪, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ঘটনায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও পানিসম্পদ মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে তলব করা হয়েছে। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই চার কর্মকর্তা হলেন পাউবোর মহাপরিচালক জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুনুর রশিদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমান।

সুনামগঞ্জ হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের খবর গত বছর গণমাধ্যমে আসে। এর পরিপ্রেক্ষিতে পাউবোকে প্রতিবেদন দাখিল করতে বলে গত বছরের ফেব্রুয়ারি মাসে।

দুদকের ভাষ্য, ওই চার কর্মকর্তা গত বছর নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেননি। তাঁরা এ বছর অসম্পূর্ণ প্রতিবেদন জমা দিয়েছেন। এর কারণ জানতে এই চারজনকে আজ দুদক কার্যালয়ে তলব করা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদকের পরিচালক বেলাল হোসেন সেগুনবাগিচার কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন।