বুধবার, ১০ই মে, ২০১৭ ইং ২৭শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ফরাসি প্রেসিডেন্ট নির্বাচন বিতর্কে একে অপরকে আক্রমণ দুই প্রার্থীর

AmaderBrahmanbaria.COM
মে ৪, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের দীর্ঘ ও তিক্ত প্রচারাভিযানে চূড়ান্ত পর্বের টেলিভিশন বিতর্কে দুই প্রার্থী ম্যাক্রন এবং লি পেনের কথায় একে অপরকে অপমান করতে দেখা গেছে। এসময় মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রন তার প্রতিদ্বন্দ্বী উগ্র ডানপন্থী মেরিনা লি পেনকে নির্লজ্জ বলে উল্লেখ করেছেন। ম্যাক্রনের ভাষায়, লি পেনের কৌশল ‘মিথ্যায় পরিপূর্ণ’ এবং তিনি (লি পেন) একটি লজ্জাহীন ‘সিস্টেমের প্রিয়তম’।

যদিও নেতৃত্বের অবস্থানে একে অপরের থেকে সামান্য ব্যবধানে রয়েছেন, তবুও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় বেশ এগিয়ে আছেন ম্যাক্রন। রবিবার নির্বাচনে দুজনেরই লক্ষ্য থাকবে অনিশ্চিত ১৮ শতাংশ ভোটারদের উপর। এই প্রথমবারের মতো দেশটির মূলধারার রাজনৈতিক দল ফ্রেঞ্চ পার্টি থেকে কোনও প্রার্থী নেই।

১৬০ মিনিটের এই বিতর্কে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করে গেছেন। লি পেন তার প্রতিদ্বন্দ্বীকে ‘বর্বর বিশ্বায়নের প্রার্থী’ হিসেবে উল্লেখ করেন। ম্যাক্রনও পরে লি পেনকে ‘ভয়ঙ্কর যাজক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, লি পেন অনেক কথা বলেন কিন্তু কোনো প্রস্তাব করেন না। বিবিসি।