কুমিল্লা বোর্ডে যে দুইটি বিষয়ে ফেল ৬০২৯৫ শিক্ষার্থী
AmaderBrahmanbaria.COM
মে ৪, ২০১৭
বিশেষ প্রতিনিধি , কুমিল্লা : কুমিল্লা বোর্ডে ইংরেজি ও গণিত এই দুইটি বিষয়ে ফেল ৬০২৯৫ শিক্ষার্থী ।অকৃতকার্য সংখ্যা বেশি হওয়ার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডে ভয়াবহ ফল বিপর্যয় হয়েছে। ফল বিপর্যয়ের পর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক শূন্য তিন। এক লাখ ৮২ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে এক লাখ আট হাজার ১১১ জন। ফেল করেছে ৭৪ হাজার ৮৮৮ জন। শুধু গণিতে ফেল করেছে ৩৪ হাজার ৬৮৯ জন আর ইংরেজিতে ফেল করেছে ২৫ হাজার ৬০৬ জন। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৪৫০ জন। দুইটি স্কুল থেকে কেউ পাস করেনি। এগুলো হলো চৌদ্দগ্রামের কাজী জাফর গালর্স হাই স্কুল ও পায়ের খোলা স্কুল। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নম্বর প্রদান নির্দেশিকা অনুযায়ী এবার সব পরীক্ষক একইভাবে খাতা মূল্যায়ণের কারণে ফলের এ চিত্র পাওয়া গেছে।