বুধবার, ১০ই মে, ২০১৭ ইং ২৭শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষায় পাসের হার ৮০.৩৫ শতাংশ

AmaderBrahmanbaria.COM
মে ৪, ২০১৭
news-image

এসএসসি পরীক্ষার ফলফলের কপি আজ (৪ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
১০ শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩। এর মধ্যে পাস করেছেন ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন।
গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ৮ ভাগ।
এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৬৯। জিপিএÑ ৫ পেয়েছে ৪ হাজার ১শ’ ৭৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৬.২০। জিপিএÑ ৫ পেয়েছে ২ হাজার। এ ছাড়া দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩. ৯৮। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯২৯ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮০.২৬। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের ৫৯.০৩। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৭৭.২৪। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৩.৯৯। জিপিএÑ ৫ পেয়েছে ৮ হাজার ৩শ’ ৪৪।
এ বছর দেশের ১০টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ পরীক্ষার্থী অংশ নেয়। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৯০ জন বেশি।
তথ্য কর্মকর্তা জানান, এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে নয় লাখ ১০ হাজার ৫০১ ছাত্র ও আট লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী। যার মধ্যে ছাত্রদের পাসের হার ৭৯.৯৩ ও ছাত্রীদের ৮০.৭৮। এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফল ভালো। ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাশের হার শূন্য দশমিক ৮৫ ভাগ বেশি।
দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত তত্ত্বীয় পরীক্ষা চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত চলে এবং ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ শেষ হয়।
এবারের পরীক্ষায় সম্মিলিত ১০টি বোর্ডে গড় পাশের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। মাদ্রাসা ও কারিগরি বোর্ড ছাড়া ৮টি বোর্ডে পাশের হার ৮১ দশমিক ২১ শতাংশ। কারিগরি বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ ও মাদ্রাসা বোর্ডের পাশের হার ৭৬ দশমিক ২০ শতাংশ।