শনিবার, ৮ই জুলাই, ২০১৭ ইং ২৪শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

এসএসসি’র ফলাফল দেখবেন যেভাবে

AmaderBrahmanbaria.COM
মে ৪, ২০১৭

---

আজ প্রকাশ করা হবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তে এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হলো আজ(৪ মে)। সকাল ১০টায় গণভবে
ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ পেলেও ফলাফল শিক্ষার্থীর হাতে পৌঁছাতে বেশ সময় লেগে যায়। তাই চাইলেই পরীক্ষার্থীরা দুপুর ২টা নাগাদ শিক্ষার্থীর নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে সংগ্রহ করতে পারবে। এছাড়া পাওয়া যাবে মোবাইলেও।
মোবাইলে ফলাফল পেতে করণীয় : ফল পেতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে SSC স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। (উদাহরণ : SSS DHA ১২৩৪৫৬ ২০১৭)।
দাখিলের ফল জানতে DAKHIL লিখে MAD লিখতে হবে। আর কারিগরির ক্ষেত্রে SSC লিখে TEC লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।