g উত্তর-দক্ষিণাঞ্চলের সব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৭ই অক্টোবর, ২০১৭ ইং ২২শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

উত্তর-দক্ষিণাঞ্চলের সব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

AmaderBrahmanbaria.COM
মে ২, ২০১৭

---

জাতীয় গ্রিডের আশুগঞ্জ-সিরাজগঞ্জ ও ঘোড়াশাল-ঈশ্বরদী ২৩০ কেভি সঞ্চালন লাইন ট্রিপ করায় দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের সব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে উৎপাদন বন্ধ হয়েছে। আজ বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের(পিজিসিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাইন মেরামতের কাজ চলছে। বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।

জানা যায়, সোমবার রাতে কালবৈশাখী ঝড়ের কারণে মেইন গ্রিডে গাছপালা ভেঙে পড়ায় সকালে জাতীয় গ্রিড ট্রিপ করে। বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বরিশাল, রাজশাহী, খুলনা ও রংপুর জোনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

এ জাতীয় আরও খবর