গ্যাস সরবরাহ বন্ধের কারণে : আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ॥
---
সন্তোষ সূত্রধর, আশুগঞ্জ থেকে॥ গ্যাস সরবরাহ বন্ধের কারণে বুধবার সকাল ১০টা থেকে অনিদিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা সার উৎপাদন। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১কোটি ৬৮ লক্ষ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক এস এস কামরান জানান, গত ১৫ এপ্রিল শনিবার বাখরাবাদ গ্যাস কতৃপর্ক্ষ কারখানা বন্ধ রাখাতে চিঠি দেয়। তাদের চিঠির প্ররিপেক্ষিতে আজ বুধবার সকাল ১০টায় থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ কতৃপর্ক্ষ। গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা তারা জানাননি। পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সংকটের সম্ভাবনা নেই। চলতি অর্থ বছরে কারখানা থেকে ৮০হাজার মেট্রিকটন সার উৎপাদন হয়েছে।
উল্লেখ্য, গ্রীস্ম মৌসুমে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহের কারনে দেশের সবগুলো সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে বন্ধ বিদ্যুৎ কেন্দ্র গুলো চালুর উদ্যোগ নেয়ায় আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে ।