উত্তর কোরিয়ার রাজধানী খালি করার নির্দেশ!
AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৫, ২০১৭
---
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির রাজধানী পিয়ংইয়ং খালি করার নির্দেশ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। রুশ গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা ‘ ডেইলি এক্সপ্রেস’ এ খবর প্রকাশ করেছে।
ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, রাজধানীর অধিবাসীদেরকে অবিলম্বে নিজ নিজ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বলা হচ্ছে। এর ফলে সেখানে যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে বলে অনেকে মনে করছেন। পরমাণু অস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি কিম জং উন ঘোষণা করেছেন, আমেরিকার সঙ্গে যুদ্ধের জন্য তার দেশ প্রস্তুত রয়েছে। যে কোনো আগ্রাসনের মোকাবেলায় পরমাণু যুদ্ধ শুরুর হুমকিও দিয়ে রেখেছেন তিনি।