বৈশাখ বরণে চবি’র শিক্ষার্থীদের আঁকা আল্পনায় মবিল ছিটিয়ে নষ্ট করলো দুর্বৃত্তরা
---
বর্ষবরণের প্রস্তুতির মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র নষ্ট করা হয়েছে ‘পোড়া মবিল’ ছিটিয়ে।
চকবাজার থানার ওসি নুরুল হুদা জানান, মঙ্গলবার রাত ১টার পর বন্দরনগরীর চট্টেশ্বরী রোডে চারুকলার সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, পহেলা বৈশাখ সামনে রেখে রাত সাড়ে ১২টা পর্যন্ত চারুকলার মূল গেইটের বিপরীত পাশের দেয়ালে আঁকার কাজ করেন তারা। এছাড়া ভেতরে চলছিল মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রাত ১টার পর দুটি মোটর সাইকেলে করে চারজন যুবক এসে দেয়ালে ‘কিছু লাগিয়ে দিয়ে’ চলে যায়।
“দেখে মনে হচ্ছে, পোড়া মোবিল লেপ্টে দিয়ে দেয়ালচিত্র নষ্ট করতে চেয়েছে তারা।”
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।