বুধবার, ৩১শে মে, ২০১৭ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

‘জাতির মাতা” হলেন সিরিয়ান ফার্স্ট লেডি

AmaderBrahmanbaria.COM
মার্চ ২২, ২০১৭

---

 

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া যখন জ্বলছে ভয়াল যুদ্ধের আগুনে, দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পত্নী আসমা আল আসাদকে তখন ভূষিত করা হলো ”জাতির মাতা” খেতাবে।

গত ২১ মার্চ আরব দুনিয়ার অন্যান্য দেশের সঙ্গে সিরিয়ায়ও ”মা দিবস” পালিত হয়। দিবসটি পালনের খবর ও ভিডিও ক্লিপের সঙ্গে ”জাতির মাতা” অভিধাটি জুড়ে দেয়া হয়।

দিবসটি উপলক্ষে ওইদিন সিরিয়ান ফার্স্ট লেডি একদল মা-কে অভ্যর্থনা জানান, যাদের সন্তান আলেপ্পোর যুদ্ধে নিহত হয়েছে। সিরিয়ান প্রেসিডেন্সির ইন্সটাগ্রাম ও ফেসবুকে এই বৈঠকের ছবি পোস্ট করা হয়, যাতে ফার্স্ট লেডি আসমা আল আসাদকে একদল নারীর সঙ্গে হাসিমুখে কোলাকুলি করতে দেখা যায়। এই ছবি ও ভিডিওর সঙ্গে ফার্স্ট লেডিকে ”জাতির মাতা” বলে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর