শুক্রবার, ১৪ই জুলাই, ২০১৭ ইং ৩০শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পানি নিষ্কাশন চ্যানেল পড়ে স্কুল ছাএের মৃত্যু

AmaderBrahmanbaria.COM
মার্চ ১২, ২০১৭

---

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পানি নিস্কাশন চ্যানেলে গোসল করে গিয়ে পানির স্রোতের তোড়ে টিকতে না পেরে বিজয় (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার চর চরাতলা গ্রামের আলম মিয়ার ছেলে। সে শহরের হাজী আব্দাুল জলিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
এলাকাবাসী জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলা শহরের হাসপাতাল রোডে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পানি নিস্কাশন চ্যানেলে গোসল করে যায় তিন বন্ধু রাজীব, শাহ আলী ও বিজয়। হঠাৎ পানির স্রোতের তোড়ে টিকতে না পেরে তিন বন্ধুর পা পিছলে যায়। পরে তাদের আত্বচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে রাজীব ও শাহ আলীকে উদ্ধার করতে পারতেও বিজয় প্রবল স্রোতের সাথে মিশে মেঘনা নদীতে চলে গিয়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টীম তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যার্থ হলে স্থানীয় ডুবুরিড়া মেঘনা নদী থেকে বিকেল ৪টার দিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বিজয়কে মৃত ঘোষনা করে। তার মৃত্যু খবরে পুরো শহরের শোকের ছায়া নেমে আসে। শুধু বিজয়ের মৃত্যু নয়। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পানি নিষ্কাশন চ্যানেলটি প্রতি বছরই কেড়ে নিচ্ছে মানুষের জীবন।

এ জাতীয় আরও খবর