শুক্রবার, ১০ই মার্চ, ২০১৭ ইং ২৬শে ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

সরাইলে যুবলীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি এলাকায় উত্তেজনা, ১৪৪ ধারা জারী

AmaderBrahmanbaria.COM
মার্চ ৯, ২০১৭

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন শাখা যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে গত ২দিন ধরে সেখানে চলছে উত্তেজনা। সংঘাত সংঘর্ষ ও সহিংসুতার আশঙ্কায় গোটা ইউনিয়নে ১৪৪ ধারা জারী করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ইসরাত। আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সেখানে চলছে ১৪৪ ধারা। আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে আজ সকাল থেকেই সেখানে অবস্থান করছে পর্যাপ্ত পরিমান পুলিশ। ইউএনও’র দফতর, দলীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্প্রতি শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের দুটি আহবায়ক কমিটি গঠন করেছেন সরাইল উপজেলা যুবলীগের দুই গ্রুপের নেতারা। ফলে কমিটি ঘোষনা পর থেকেই ওই ইউনিয়নে যুবলীগের দুই গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। এক গ্রুপের আহবায়ক আকিল উদ্দিন ও আরেক গ্রুপের আহবায়ক শেখ মোঃ দেলোয়ার হোসেন জীবন আজ ওই ইউনিয়নে আনন্দ মিছিল করার ঘোষনা দেন। একই দিনে একই সময়ে উভয় গ্রুপের আনন্দ মিছিলকে ঘিরে গোটা ইউনিয়নে ছড়িয়ে পড়ে উদ্বেগ উৎকন্ঠা ও টান টান উত্তেজনা। বিষয়টি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত গত বুধবার রাতেই গোটা ইউনিয়নে ১৪৪ ধারা জারীর মাধ্যমে আজ সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত সেখানে যেকোন ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষনা করেছেন। বিষয়টি আজ সকাল সাড়ে ৮টা থেকে সমগ্র ইউনিয়নে মাইকিং করে সকলকে জানিয়ে দেন ইউএনও। আজ সকাল ১০টা থেকে সেখানে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপক কুমার সাহার নেতৃত্বে চলছে পুলিশের টহল।