শনিবার, ১১ই মার্চ, ২০১৭ ইং ২৭শে ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

দুর্নীতি করে কেউ রেহাই পাবে না : শিক্ষামন্ত্রী

AmaderBrahmanbaria.COM
মার্চ ১০, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দুর্নীতি করলে কাউকেই রেহাই দেওয়া হবে না।দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

‘সারা দেশে আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি। মানুষকে যদি পরিবর্তন করতে না পারেন, গড়ে তুলতে না পারেন, তবে আবার আরেকজন এসে করবে (দুর্নীতি), যার জন্য ওটার ওপর বেশি জোর দিতে হবে। আবার যে দুর্নীতি করবে তাকে কোনোভাবেই রেহাই দেওয়া যাবে না। যে ধরনের শাস্তি তার প্রাপ্য, অবশ্যই তাকে পেতে হবে’, বলেন নাহিদ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের এই মানববন্ধনটা মূলত ৬৪টি জেলার ৬৪ উপজেলায় হচ্ছে। শিক্ষার্থী যারা আছে, তারা আমাদের এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত হোক। আগামী প্রজন্মের মধ্য দিয়েই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।’

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।