আশুগঞ্জ পরিবহন শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ : অর্ধশতাধিক রাবার বুলেট নিক্ষেপ ॥ আহত ২০ (ভিডিও)
---
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের জের ধরে আশুগঞ্জ পরিবহন শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের ছুড়া অর্ধশতাধিক রাবার বুলেটের আঘাতে অন্তত ২০জন পরিবহন শ্রমিক আহত হয় বলে স্থানীয় সূত্রে জানাযায়। আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। প্রত্যাক্ষদর্শীরা জানান, বুধবার সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে গাড়ি চলাচলে বাধা দিতে গেলে পুলিশ পরিবহন শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে বাকবিতন্ডার এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরে। এ সময় পুলিশের উপর পরিবহন শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সংঘর্ষকারীদের উপর প্রায় অর্ধশতাধিক রাবার বুলেট ছুড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, মহাসড়কের উপর পরিবহন শ্রমিকরা যানবাহন চলাচলে বাধা দিতে গেলে তাদের মহাসড়ক থেকে সড়িয়ে দেয়ার চেষ্টা করলে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে পুলিশ বাবার বুলেট ছুড়ে।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদন মিয়া মিন্টু জানান, শ্রমিকরা যানবাহনের চালকদের বুঝাতে গেলে শ্রমিকদের উপর হামলা চালিয়েছে পুলিশ। এ ঘটনায় অন্তত ২০জন শ্রমিক আহত হয়েছে বলেও দাবী করেন তিনি।