বৃহস্পতিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৭শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

নতুন ইসি গঠনে জনমতেরই প্রতিফলন ঘটেছে : কাদের

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৮, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন ঘটেছে বিএনপির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রীই নয় বরং এতে জনমতেরই প্রতিফলন ঘটেছে।’

বুধবার, ৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে তৃতীয় শীতলক্ষ্যা নির্মাণকাজের চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ‘আগামী নির্বাচনে নতুন ইসির অধীনে বিএনপি নির্বাচনে আসবে।’

নতুন ইসি গঠন নিয়ে তিনি বলেন, ‘সুশীল সমাজসহ সবার কাছেই নতুন ইসি গ্রহণযোগ্যতা পেয়েছে। বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়। ফলাফলে বোঝা যাবে কেমন ইসি হয়েছে।’

অনুষ্ঠানে তৃতীয় শীতলক্ষ্যা নির্মাণকাজের জন্য সাড়ে ৪শ কোটি টাকার নির্মাণ প্রকল্পে চুক্তি সই হয়েছে। এতে সহায়তা করবে সৌদি আরব। চীনা প্রতিষ্ঠান চাইনু হাইড্রো কর্পোরেশন লিমিটেড এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে এ চুক্তি সই হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আবু আলম হাসান এবং চীনা প্রতিষ্ঠানের পক্ষে লিউ লিউ সঙ চুক্তিতে সই করেন।